উচ্চ শিক্ষার জন্য বিদেশ কেন? আমাদের নিজ দেশ বাংলাদেশ কেন নয়? আমরা বাংলাদেশের শিক্ষার উপর কি আস্থা রাখতে পারিনা? দয়াকরে, প্রকৃত কারন না জেনে কোন উত্তর দিবেন না। নিজ দেশকে বাদ দিয়ে আমরা কেন অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপের মত বিভিন্ন উন্নত দেশে পড়তে যাচ্ছি? কিছুদিন আগে একটা বেনামি অনলাইন পত্রিকায় দেখলাম এবিষয়ে একটা পোষ্ট করেছে। যার সারমর্ম ছিল এই যে, বিদেশে উচ্চ শিক্ষার জন্য পড়তে গিয়ে আমাদের দেশের মেধাবীরা বাহিরে চলে যাচ্ছে। তাদেরকে যারা যেতে সহযোগিতা করছে তারা দেশের অর্থ ও মেধা উভয়ই নষ্ট করছে। কিন্তু প্রকৃত পক্ষে তার ছিল, না জানার ভুল। অথবা অল্প বিদ্যা ভয়ংকর প্রবাদের মত। বিরক্ত হবেন না, বিশেষ কারনে এগুলো বললাম। প্রথম কারন, আপনি যখন বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাবে তার আগে আপনাকে আগে যে লক্ষ্য ঠিক করতে হবে তা হলো আপনি কোন বিষয়ের উপর পড়তে যাবেন। যে বিষয়ের উপর পড়তে যাবেন, পড়ালেখা শেষে বাংলাদেশে ফিরে এসে আপনি কিভাবে তার প্রয়োগ করবেন। ধরুন আপনি খাদ্য ব্যবস্থাপনার উপর পড়তে কানাডা যাবেন। আমাদের দেশের খাদ্য ও কানাডার খাদ্যের ধরন, দাম ও গুণগত মান এক নয়। কোথায় কি কি সামমঞ্জসতা আছে বা পার্থক্য আছে তা সঠিকভাবে জেনে নিন। দেখবেন এমন একটা পথ পাবেন যা দ্বারা আপনি হয়ত বড় একজন ব্যবসায়ী হয়ে যাবেন। প্রমাণ আছে শুধু ডিম রপ্তানী করে কোটি টাকা আয় করছে। সে জেনেছিল কানাডার ডিমের উৎপাদন খরচ বাংলাদেশের তুলনায় অনেক বেশি। বাংলাদেশের ডিমের দামের সাথে রপ্তানির অন্যান্য খরচ যোগ করে অনেক টাকা লাভ থাকবে এই হিসেবটাই তার সফলতার মূল কারন। কানাডার স্বাস্থ্য খাত আমাদের দেশের তুলনায় অনেক উন্নত, সেই উন্নত প্রযুক্তি জানতে আমাদের ওখানে পড়তে যেতে হবে।এবং শিক্ষা জীবন শেষ করে বাংলাদেশে এসে কানাডার ন্যায় চিকিৎসা প্রদান করবে। অনেকে এমনও করে যে, তার শিক্ষা জীবন শেষ করে ওখানে বেশি টাকা বেতনে চাকরি করে বাংলাদেশে পাঠায়। যা আমাদের রেমিটেন্সের বিশাল একটা অংশ। যে দশ লক্ষ টাকা খরচ করে পড়তে যায় সে ১০ কোটি টাকা আয় করে দেশে চলে আসে। এবং দেশের বড় ব্যবাসায়ী হিসেবে আত্মপ্রকাশ করে। কেউ বা আবার দেশের বড় বড় প্রতিষ্ঠানের প্রধান হয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বিশেষ ভুমিকা পালন করছে। অতএব, উচ্চ শিক্ষার জন্য বিদেশে পড়তে যাবেন কিনা তা নিয়ে আর কোন সংশয় না রেখে চলে আসুন আমাদের কাছে। আমরাই আপনাকে আপনার সঠিক পথ দেখিয়ে দিবো। যার ফলে আপনার জীবন হয়ে উঠবে অনেক সম্ভাবনাময়।
KHM Education Pages
Subscribe to:
Posts (Atom)
Featured Post
মালোয়শিয়ার কাজের ভিসা ২০২২
মালোয়শিয়ার কাজের ভিসা ২০২২ দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকা মালোয়শিয়ার শ্রম বাজার খুলছে। তাই বৈধ উপায়ে, কি কি নিয়ম মেনে মালোয়শিয়া যাবেন, তার সকল পরা...

Popular Posts
-
মালোয়শিয়ার কাজের ভিসা ২০২২ দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকা মালোয়শিয়ার শ্রম বাজার খুলছে। তাই বৈধ উপায়ে, কি কি নিয়ম মেনে মালোয়শিয়া যাবেন, তার সকল পরা...
-
যাদের জিপিএ কম, স্টাডি গ্যাপ আছে, স্পন্সর সমস্যা, একাধিক দেশের Refused তাদের জন্য ৫০% স্কলারশিপ ব্যবস্থা 🔰 Admission Fees: 100 Euro 🔰 Tuit...
-
Cheapest 50 Universities for International Students in Canada Cheapest Universities for International Students in Canada SL Name of Univer...
No comments:
Post a Comment