বিদেশে শিক্ষার পরামর্শক বলতে আমরা কাদের বুঝবো? যারা শুধু বিদেশে উচ্চ শিক্ষার জন্য ছাত্রছাত্রীদের সহযোগিতা করে তাদেরকেই কি শিক্ষার পরামর্শক হিসেবে মানা যায়? নাকি তার মধ্যে আরও কিছু দেখে নেয়া উচিৎ? সত্যি বলতে বাংলাদেশের কিছু নামিদামি প্রতিষ্ঠানের দক্ষ কয়েক জন পরামর্শক বাদে সবাই এ কাজের অযোগ্য। ধরুন আপনি কানাডা যাবেন তাই কোন একটা প্রতিষ্ঠানে গেলেন। প্রথমে জানতে হবে তারা মূলত কোন দেশের কাজ করে? শুধুই কি কানাডা, নাকি অন্য কোন দেশেরও কাজ করেন? যদি অন্যান্য আরও কোন দেশের কাজ করেন তবে তাদের পরামর্শক কয়জন এবং কে কোন দেশের পরামর্শক। কারন আমি যদি কানাডার পরামর্শক হই তবে কানাডার শিক্ষার বিষয়ে আমার সম্পূর্ণ ধারণা তো থাকতেই হবে। পাশাপাশি এটাও জানতে হবে আন্তর্জাতিকভাবে অন্যান্য দেশ থেকে যে সকল ছাত্রছাত্রীরা পড়তে যাবেন তাদের জন্য কি কি নিয়ম কানুন মানতে হবে। বিশেষকরে বাংলাদেশ থেকে যারা পড়তে যাবে তাদের জন্য কানাডার শিক্ষা নীতি কি বলে। কানাডার শিক্ষা নীতি আমরা কি পালন করতে পারব? নাকি সেখানে গিয়ে সইতে হবে অমানবিক কষ্ট!! কথাটা বলার কারন এই যে, আমরা যারা বিদেশে পড়তে যাই সবাই উচ্চবৃত্ত পরিবারের নই। তাই লেখাপড়ার পাশাপাশি কাজের বা অর্থ আয়ের ব্যবস্থা থাকতে হবে। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার জন্য গেলাম সেখান থেকে যদি কাজের অনুমতি না থাকে তবে আমার অবস্থা কি হবে? আরও একটা ব্যাপার, আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম সেখানে যারা আমাকে শিক্ষা দিবেন তারা কি কানাডার ইংরেজি ভাষায় পড়ান? নাকি আন্তর্জাতিক ইংরেজি ভাষায় পড়ান? বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস বা ছাত্রীবাস আছে কিনা? থাকলে তার খরচ কত? যদি এমন হয় যে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস বা ছাত্রীবাসে থাকার খরচ অনেক বেশি তাই আমি বাহিরে কোথাও থাকতে চাই। কিন্তু অনুমতি না থাকায় এমনটা করা সম্ভাবনা। গ্রীষ্মকালীন ছুটি ও শীতকালীন ছুটিতে ছাত্রাবাস বা ছাত্রীবাস ছাড়া কি বাধ্যতামূলক? আরও একটা বিষয় যা আমাদের দেশের ছাত্রছাত্রীদের বেশির ভাগ সময় হয়ে থাকে, তা হলো পরীক্ষায় অকৃতকার্য হওয়া। যদি আমি অকৃতকার্য হই তবে আমার কি করতে হবে? এমন আরও অনেক অনেক প্রশ্নের উত্তর জেনে নিতে হবে একজন দক্ষ পরামর্শকের কাছ থেকে। আপনার এলাকার আশেপাশে যদি এমন পরামর্শক না পান তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরামর্শ নেয়া মানেই এমন নয় যে আমাদের মাধ্যমে আপনাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। আপনি যাদের মাধ্যমে যান না কেন, বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করা দোষের নয় বা কোন প্রকার ফি প্রদান করা লাগবেনা।
KHM Education Pages
Subscribe to:
Posts (Atom)
Featured Post
মালোয়শিয়ার কাজের ভিসা ২০২২
মালোয়শিয়ার কাজের ভিসা ২০২২ দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকা মালোয়শিয়ার শ্রম বাজার খুলছে। তাই বৈধ উপায়ে, কি কি নিয়ম মেনে মালোয়শিয়া যাবেন, তার সকল পরা...

Popular Posts
-
যাদের জিপিএ কম, স্টাডি গ্যাপ আছে, স্পন্সর সমস্যা, একাধিক দেশের Refused তাদের জন্য ৫০% স্কলারশিপ ব্যবস্থা 🔰 Admission Fees: 100 Euro 🔰 Tuit...
-
মালোয়শিয়ার কাজের ভিসা ২০২২ দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকা মালোয়শিয়ার শ্রম বাজার খুলছে। তাই বৈধ উপায়ে, কি কি নিয়ম মেনে মালোয়শিয়া যাবেন, তার সকল পরা...
-
Cheapest 50 Universities for International Students in Canada Cheapest Universities for International Students in Canada SL Name of Univer...
No comments:
Post a Comment